সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় মেলা ২০১৫ রিয়াদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় আল নাখিল কমিউনিটি সেন্টারে বাদ জুমা শুরু হয়ে মেলা চলে মধ্যরাত পর্যন্ত।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ রাষ্ট্রীয় কাজে বাংলাদেশে অবস্থান করায় তার পক্ষে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান।
সংগঠনের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং দপ্তর সম্পাদক আব্দুল হালিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রসাফ সভাপতি মোহাম্মদ আবুল বশির।
মেলায় ছিল দেশীয় পিঠাপুলি, অন্যান্য খাবার, ব্যাংক, রিয়েল অ্যাস্টেট, মোবাইল, মেডিক্যাল ক্লিনিক, শিশুদের খেলনা, র্যাফেল ড্র। এছাড়া ঢাকা ক্লিনিক এবং নিউ সাফা মক্কা ক্লিনিকের ব্যবস্থাপনার ফ্রি চিকিৎসা ক্যাম্পে দর্শনার্থীদের স্বাস্থ্যসেবা দেন বাংলাদেশি চিকিৎসক এবং নার্সরা।
রিয়াদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি আর নৃত্য পরিবেশন করেন।
বিজয় মেলা উপলক্ষে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখায় অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কমিউনিটির বিশিষ্টজনরা।
জেদ্দা, দাম্মাম, মদীনা, আল কাছিম, হাইল থেকে আগত বাংলাদেশি সাংবাদিক এবং কমিউনিটি নেতৃবৃন্দকে প্রসাফ’র পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সৌদি সিকিউরিটি ফোর্স এবং কমিনিটি নেতাদের সার্বিক সহযোগিতায় অত্যান্ত সুশৃঙ্খলভাবে শেষ হয় প্রবাসী সাংবাদিকদের আয়োজিত বিজয় মেলা ২০১৫।
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৫/ রশিদা