ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার হউফসাইলস্থ বাংলাদেশ দূতালয়ে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাষ্ট্রদূত মো. আবু জাফর, উপস্থাপনা করেন, কাউন্সেলর শাবাব বিন আহমেদ।
এদিন সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালনের পর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রপ্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পর মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক সংস্থার কর্মকর্তা ড. মোহাম্মদ শামসুদ্দিন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, বাংলাদেশ দূতাবাস ভিয়েনার অনারারি কাউন্সেলার মি. কমার এরনস্ট গ্রাফট ও মি. ভলফগাং উইনিনগার। আওয়ামী লীগ নেতা অধ্যাপক রুহী দাস সাহা, বখতিয়ার রানা, মাহবুব খান শামীম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা