ডেনমার্কের বাংলাদেশ মিশনে "মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইন প্রনয়ণ" এর দাবি বাংলাদেশ সরকারকে স্মারকলিপি প্রদান করেছে ডেনমার্ক আওয়ামী লীগ। এসময় ডেনমার্ক বাংলাদেশ মিশনের পক্ষ থেকে স্মারক লিপি গ্রহণ করেন বাংলাদেশ মিশন হেড অব চ্যান্সারী শাকিল শাহরিয়ার।
ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন ও সাধারণ সম্পাদক ড.বিদ্যুত বড়ুয়া নেতৃত্বে সহ সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক মোতালেব ভুইয়া, দপ্তর সম্পাদক হিল্লোল বড়ুয়া, পরিবেশ সম্পাদক ফাহমিদ আল মাহিদের নেতৃত্বে এক প্রতিনিধিদল এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করেন, ১৯৭১ থেকে ১৯৭৫ সালের আগস্টের পর থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃতি করা শুরু হয়েছিল ১৯৯৬ সাল পর্যন্ত। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি মানে আমাদের লক্ষ শহীদের আত্মত্যাগকে অপমান করা। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে দিনের পর দিন কিছু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র মিথ্যা ইতিহাস বিকৃতির মাত্রা বাড়িয়ে দিয়েছেন।
এতে আরও বলা হয়েছে, পাকিস্তানের এজেন্ট হয়ে রাজনীতিবিদ খালেদা জিয়া বাংলাদেশে বাস করে পাকিস্তানের মিথ্যা বানানো ইতিহাস প্রচার করছেন। এই গভীর ষড়যন্ত্রের মূল সূত্র খুঁজে বের করতে হবে। তাই বর্তমান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বর্তমান সরকারকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইন প্রনয়ণ করে বর্তমান প্রজন্মকে আমাদের অহংকার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিভ্রান্তি থেকে মুক্ত করার জোর দাবি জানানো হয়।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৫/মাহবুব