৭ জানুয়ারি, ২০১৬ ১২:৪২

মালয়েশিয়ায় শাস্তি পেলেন ১৯৪ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় শাস্তি পেলেন ১৯৪ বাংলাদেশি

অবৈধ অভিবাসনের অভিযোগে গত সোমবার ১৯৪ জন বাংলাদেশি নাগরিককে সাত মাসের কারাদণ্ড দিয়েছেন মালয়েশিয়ার একটি আদালত। মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র না থাকায় গত সোমবার একসঙ্গে ২৪০ জন অবৈধ অভিবাসীকে আদালতে হাজির করা হয়।

এছাড়াও অতিরিক্ত সময় সে দেশে অবস্থানের কারণে আরও তিন বাংলাদেশির বিচারের রায় হবে আগামী ১৮ জানুয়ারি। মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র না থাকায় গত সোমবার একসঙ্গে ২৪০ জন অবৈধ অভিবাসীকে আদালতে হাজির করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত ২৪০ জন অভিবাসীর মধ্যে রয়েছেন ১৯৪ জন বাংলাদেশি, ২১ জন ইন্দোনেশীয়, ১৬ জন মিয়ানমারের নাগরিক, ৫ জন ভিয়েতনামের নাগরিক, দুইজন পাকিস্তানি, একজন ভারতীয় এবং একজন নেপালি।


বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর