১০ জানুয়ারি, ২০১৬ ১৫:২৩

লন্ডনে বাংলাদেশি মাদক বিক্রেতার ১০ বছর কারাদণ্ড

অনলাইন ডেস্ক

লন্ডনে বাংলাদেশি মাদক বিক্রেতার ১০ বছর কারাদণ্ড

হেরোইন এবং কোকেন বিক্রির দায়ে প্রবাসী বাংলাদেশি এক যুবককে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার লন্ডনের স্ন্যার্সব্রুক ক্রাউন কোর্টের বিচারক রায়ে এ কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শিপু মিয়া (২৩) বেকার ছিলেন। গত বছরের ১০ জুন প্রিন্স মেরিডিয়ান সড়কের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শিপুর কাছ থেকে ২ কেজি হেরোইন, ১ কেজি কোকেন, মাদক প্রস্তুতে প্রয়োজনীয় ৫৪ কেজি রাসায়নিক ও নগদ এক লাখ ৭১ হাজার ১৯৫ পাউন্ড উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।

মামলার অভিযোগপত্রে বলা হয়, লন্ডনের ফোর্ড রোডে বসবাস করা শিপু টাওয়ার হ্যামলেট এলাকায় মাদক সরবরাহ করতেন। আর মেরিডিয়ান সড়কের বাড়িটি ছিল শিপুর ‘সেইফ হাউজ’। মাদকদ্রব্য মেশানো এবং বিক্রির জন্য রাখা মাদক সেখানেই মজুদ করে রাখা হত।


বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর