ইসরায়েলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির নেতা মেন্দি সাফাদির মুখ দিয়ে সজীব ওয়াজেদ জয়ের সাথে কল্পিত বৈঠকের ‘টক শো স্টাইলের ভিডিও চিত্র গ্রহণ’ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে নিউইয়র্ক থেকে প্রচারিত অনলাইন টিভি ‘টাইম টিভি’ এবং একই মালিকানাধীন ‘সাপ্তাহিক বাংলা পত্রিকা’র বিরুদ্ধে। এ কারণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ‘টাইম টিভি’ এবং ‘বাংলা পত্রিকা’ কর্তৃপক্ষকে ৫ দিনের মধ্যে ঘটনার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্যাডে ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসারত আলী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ স্বাক্ষরিত পত্রে এ আল্টিমেটাম দেওয়া হয়। তবে ১১ জুন শনিবার পর্যন্ত টাইম টিভির পক্ষ থেকে কোন সাড়া মেলেনি বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সূত্র জানিয়েছে।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৬/মাহবুব