বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাদেক হোসেন খোকার বাম উরু থেকে টিউমার অপসারণ করা হয়েছে। সোমবার সকালে নিউইয়র্ক সিটির মেমরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার হাসপাতালে বিশেষজ্ঞ ডা. প্যাট্রিক জে বোলান্ডের তত্তাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি সাফলভাবে অপসারণ করা হয়।
হাসপাতাল থেকে খোকার একান্ত সচিব সিদ্দিকুর রহমান মান্না এ একথা জানান। তিনি আরও জানান, সোমবার সকাল ১০টায় শুরু হওয়া অস্ত্রোপচার শেষ হয় বেলা একটায়। অস্ত্রোপচারের সাড়ে ৬ ঘণ্টা পর তাকে কেবিনে নেওয়া হয়। তিনি জানান, কমপক্ষে ৭ দিন তাকে হাসপাতালে থাকতে হবে। খোকার স্ত্রী ইসমত আরা এবং জ্যেষ্ঠ পুত্র ইশরাক হোসেন হাসপাতালে রয়েছেন।
উল্লেখ্য, ক্যান্সারের চিকিৎসার জন্যে ২০১৪ সালের ডিসেম্বর থেকেই নিউইয়র্কে অবস্থান করছেন বিএনপি নেতা খোকা। চিকিৎসা চলাকালেই কয়েক মাস আগে তার বাম উরুতে টিউমার দেখা দেয়। এই টিউমারে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে পড়ার আগেই তা অপসারণের উদ্যোগ নেন চিকিৎসকরা। এরপর গত ৯ জুন বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
এদিকে, হাসপাতালের বেড থেকে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র খোকা তার দ্রত সুস্থতার জন্য দেশ ও প্রবাসের সকলের দোয়া প্রার্থনা করেছেন।
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৬/মাহবুব