কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম গত বৃহস্পতিবার কুয়েতের প্রথম উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ্ আল খালেদ আল হামাদ আল সাবাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দুদেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম ও সুগভীর দ্বিপাক্ষিক সম্পর্কের কথা স্মরণ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আবুল কালাম কুয়েতের প্রধানমন্ত্রীর সম্প্রতি বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী কুয়েতের যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের ভূমিকা বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী ভুমিকার কথা স্মরণ করেন। যুদ্ধপরবর্তী সময়ে কুয়েত পুর্নগঠনে বাংলাদেশের সহযোগিতার কথাও উল্লেখ করেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ্ আল খালেদ আল হামাদ আল সাবাহ।
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূত এস এম আবুল কালামের মেয়াদকালীন সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে দুতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) এস এম মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৯ জুন, ২০১৬/ আফরোজ