আসছে সম্মেলনে গণতান্ত্রিকভাবে ফ্রান্স বিএনপির কমিটি গঠনের দাবি জানিয়ে মতবিনিময় সভা করেছে ফ্রান্স বিএনপির সাবেক নেতৃবৃন্দরা।
শনিবার প্যারিসের গার্দু নর্দ'র একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ড. আব্দুল মালেক ফরাজী, আহসানুল হক বুলু, সিরাজুল ইসলাম মিঞা, সহ সভাপতি মমতাজ আলো, খান মনির, মানিক মিঞা, আতাউর রহমান, ফ্রান্স তৃণমূল বিএনপির সভাপতি ইকবাল হোসেন আলী, ফ্রান্স যুবদল সাবেক সভাপতি সাইনুর ইসলাম, রিপন হাওলাদার সহ আরো অনেকেই।
এ সময় বক্তারা বলেন, বিএনপি গণতান্ত্রিক চর্চার দল হলেও ফ্রান্সের বর্তমান কমিটি অগণতান্ত্রিকভাবে গঠিত হয় যা খুবই দুঃখজনক। এ সময় বক্তারা জোর দাবি দিয়ে বলেন, আসছে সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে গনতান্ত্রিকভাবে ফ্রান্স বিএনপির একটি শক্তিশালী কমিটি গঠন করতে হবে।