যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস পর্তুগাল। প্রথম পর্বে স্থানীয় সময় সকাল ১০.৩০ মিনিটে রাষ্ট্রদূত ইমতিয়াজ আহম্মেদ জাতীয় পতাকা উওোলোন ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পর্তুগাল আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
দ্বিতীয় পর্বের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে আলোচনা সভার সূচনা হয়। এরপরে একে একে পড়ে শুনানো হয় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও প্রতিমন্ত্রীর বাণী। বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহম্মেদ সভাপতিত্বে দূতাবাসের তৃতীয় সচিব হাসান আব্দুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে সবাইকে বিজয় ফুল দিয়ে বরণ করেন সাংবাদিক সেলিম উদ্দিন। এরপর বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, উপদেষ্টা মাহবুব আলম, সহসভাপতি ফরহাদ মিয়া, সাধারণ সম্পাদক শওকত ওসমান, সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ও রনি হোসাইন। বক্তারা জাতীর জনক বঙ্গবন্ধু সহ নিহত বাংলার শ্রেষ্ঠ বীর সন্তানদের গভীর শ্রদ্বার সাথে স্মরণ করে। আলোচনা সভার শেষে রাষ্ট্রদূত কর্তৃক সভায় উপস্থিত সকল প্রবাসীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের পর্তুগিজ ভাষায় নির্মিত আত্মজীবনীর সিডি তুলে দেন। এর পর মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি প্রমাণ্যচিত্র দেখানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের প্রবীণ নেতা লিয়াজ হোসেন, সহ-সভাপতি এম এ খালেক, আবদুর রাজ্জাক, সিনিয়ার নেতা আবুল কালাম আজাদ, মিজানুর রহমান মোল্লা, বিল্লাল রেজা, আয়ুব আলী খান, জামাল ফকির, বাদল, বিতান বড়ুয়া, জাকির হোসেনসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ