সেবাকর্মে আত্মনিয়োগ করলে আল্লার সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সামাজিক মর্যাদা ও সুখ্যাতি লাভ করা যায় বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পরিচালক ও দঃ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক,মুজিবুর রহমান সি আই পি।
তিনি বলেন, মানুষ মানুষের অসহায়ত্বে সহায়তা সহানুভূতি নিয়ে এগিয়ে আসা উচিত। দেশের সকল মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করা গেলে ভবিষ্যৎ একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গড়ে উঠবে। শিক্ষা ও সমাজসেবা মূলক প্রতিষ্ঠান
গত ২৫ মে বৃহস্পতিবার শারজাহর একটি হোটেলে প্রবাসী আওয়ামী পরিষদ দুবাই ও উত্তর আমিরাত কর্তৃক তাঁকে প্রদত্ত সংবর্ধনা সভায় বক্তৃতা কালে তিনি একথা বলেন।
এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক নূরুল আবছার। সংগঠনের সদস্য সচিব শৈবাল বড়ুয়া তার স্বাগত ভাষণে দঃ জেলার প্রবাসী আওয়ামী সহযোদ্ধার ভিসা জটিলতা নিরসন,প্রবাসী মৃত ব্যক্তির লাশ স্বদেশে প্রেরণ, দঃ জেলায় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কর্মসূচী,আওয়ামী রাজনৈতিক সাচ্চা কর্মী গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক রুপরেখা ব্যখা করে বলেন এজন্য আমরা দঃ জেলার সকল নেতা কর্মীদের আর্দশিক সহায়তা চাই।
এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের পৃষ্টপোষক,আহমেদ আলী জাহাঙ্গীর,নজরুল ইসলাম,প্রকৌশলী নজরুল ইসলাম, জয়নাল আবেদীন,বঙ্গবন্ধু পরিষদ দুবাই ও শারজাহের পক্ষে নূরন্নবী রওশন,এস এ মনির, মো সিরাজদ্দৌল্লা প্রমুখ। সভায় পবিত্র কোরান তেলওয়াত ও মোনাজাত পরিচালনা করেন হাজী নূরুল আমিন।
এছাড়া প্রধান অতিথি আলহাজ্ব মুজিবুর রহমান সি আই পি কে পুষ্পমাল্য অর্পন করেন বিশু চক্রবর্তী, আমিনুল ইসলাম,শফিকুল ইসলাম ও সংগঠনের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করেন নবীদুল হক মুন্না,মোঃ মইনুদ্দিন ও জোবায়ের শাহাবুদ্দিন।
বিডি প্রতিদিন/ ২৭ মে, ২০১৭/ ই জাহান