২০১৭-২০১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযোদ্ধারা। এ উপলক্ষ্যে সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক রাশেদ আহমেদ, যুগ্ম আহবায়ক লাবলু আনসার এবং সদস্য সচিব রেজাউল বারি স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, বাজেটে নিয়মিত ভাতার পাশাপাশি বছরে ১০ হাজার টাকা হারে দুটি উৎসব ভাতা, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্যে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের প্রস্তাব দেয়া হয়েছে। এর মাধ্যমে শেখ হাসিনা ও তার সরকার মূলত: মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বলে আরেকবার প্রমাণ করলেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রস্তাবিত বাজেটে মুুক্তিযোদ্ধাদের উন্নয়ন ও কল্যাণের উদ্যোগ নেয়ার মধ্য দিয়ে প্রকারান্তরে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে এ সরকারের আন্তরিকতারই বহি:প্রকাশ ঘটেছে ।
বিডি প্রতিদিন/২ জুন, ২০১৭/ফারজানা