সৌদি আরবের রিয়াদ কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ সভাপতি মো. জাকির হোসেনকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় রিয়াদস্থ লাকসাম-মনোহরগঞ্জ আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রিয়াদের ভুইয়া কমিউনিটি সেন্টারের অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রিয়াদ কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গোলাম মহিউদ্দিন।
সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদুল হক রিপনের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াদস্থ লাকসাম-মনোহরগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নজিরুল ইসলাম।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আলী আকবর, রিয়াদ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, চাটখিল সরকারী কলেজের সাবেক ভিপি আওয়ামী লীগ নেতা ভিপি নিজাম, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির, রিয়াদ কেন্দ্রীয় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহিদুল হক সাইদ, সাংগঠনিক সম্পাদক কুহিনুর হাওলাদার, যুবলীগের সাধারণ সম্পাদক শহীদ মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জামাল, রিয়াদস্থ লাকসাম-মনোহরগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি আমিনুলিসলাম, মো. তুহিন, সাবেক ছাত্র নেতার সাইফুল ইসলাম রুপম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন রিয়াদস্থ লাকসাম-মনোহরগঞ্জ আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল হোসেন হোসেন,সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল খান,তথ্য ও প্রযুক্তি সম্পাদক নিজাম,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, তাহের আল মাহদী, কামাল হোসেন, জসিন উদ্দিন, মানিক চাঁন, শরীফ হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৭/মাহবুব