ধর্মীয় ও জাতিগত বিদ্বেষমূলক হামলা প্রতিরোধে সকল প্রবাসীর ঐক্যের বিকল্প নেই। একইভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের অ-আমেরিকান নীতির ভিকটিমদের রক্ষায়ও মূলধারায় জোরালো ভূমিকার ভীষণ প্রয়োজন। এমন অভিমত পোষণ করেন ডেমক্র্যাটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট কমিটির লিডার এটর্নি মঈন চৌধুরী এবং নিউইয়র্ক সিটি জোনিং বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন মোহাম্মদ এন মজুমদার।
সাম্প্রতিক সময়ে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে বাংলাদেশিরা আক্রান্ত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে মোহাম্মদ এন মজুমদার বলেন, ‘কেউ যদি মনে করেন যে, তিনি ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছেন, তাহলে সাথে সাথে ৯১১-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানাতে হবে। এটি জরুরি। একইসাথে সমগ্র কমিউনিটিকেও সোচ্চার হতে হবে। তাহলে ভিনদেশি উগ্রপন্থিরা বাঙালির গায়ে হাত দেওয়ার সাহস পাবে না।’
এটর্নি মঈন চৌধুরী বলেন, ‘আমেরিকায় আইনের শাসন বলবৎ রয়েছে। সুতরাং কাউকেই অযথা হয়রানি বা হেনস্থার সুযোগ নেই।’
সোমবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে হাটবাজার পার্টি হলে ‘শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস’ নামক একটি অলাভজনক স্বেচ্ছাসেবি সংস্থার ইফতার মাহফিলে মোহাম্মদ এন মজুমদার প্রধান অতিথি ছিলেন। সম্মানীত অতিথি ছিলেন এটর্নি মঈন চৌধুরী। এক পর্যায়ে ইফতার মাহফিলটি পরিণত হয় কমিউনিটির সর্বস্তরের প্রবাসীদের সমাবেশে।
প্রসঙ্গত, অভিবাসনের আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ জুন নিউইয়র্ক হতে প্রকাশিত সাপ্তাহিক প্রবাস’র সম্পাদক মোহাম্মদ সাঈদকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আরও কয়েকজন প্রবাসীকে গ্রেফতার করে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ সাঈদের পক্ষে আইনগত লড়াই চলছে। তাকে রাখা হয়েছে নিউজার্সি অঙ্গরাজ্যে হাডসন কাউন্টি ডিটেনশন সেন্টারে। এসব কারণে প্রবাসীদের মধ্যে ভীতির পরিস্থিতি তৈরি হওয়ায় মূলধারার এই দুই রাজনীতিক মঈন চৌধুরী ও এন মজুমদার সকলকে ঐক্যবদ্ধ থেকে ডেমক্র্যাটিক পার্টির সাথে সম্পর্ক জোরদারের আহ্বান জানান।
এ মাহফিলে আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি নূরল হাছান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কীরণ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কুমিল্লা সোসাইটির সভাপতি আমিনুল ইসলাম, বৃহত্তর ঢাকা সোসাইটির সাবেক সভাপতি মিজানুর রহমান, রুপসী চাঁদপুর সোসাইটির নেতা ফারুক হোসেন মজুমদার ও মামুন মিয়াজি।
মাহফিলে নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফখরুদ্দিন আহমেদ, মোহাম্মদ হোসেন বাবু, সোলায়মান ভ’ইয়া, হারুন রশীদ, মোহাম্মদ হুসেন বিপ্লব, সাখাওয়াত হোসেন, ফরিদ হাসান, মহসিন মিয়া, এ কে এম কামালউদ্দিন খান, শেখ আরিফ প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৬ জুন, ২০১৭/মাহবুব