কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নুর চৌধুরীকে ফেরত পাঠাতে কানাডার সংসদ সদস্যদের সমর্থন চেয়েছে বাংলাদেশ। কানাডার ১৯জন প্রভাবশালী সংসদ সদস্যের অংশগ্রহনে গত ৫ই জুন সোমবার অনুষ্ঠিত এক নৈশভোজ-কর্মসভায় কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান এই আহ্বান জানান। অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন এ নৈশভোজ-কর্মসভার আয়োজন করে।
সভায় অংশগ্রহনকারী কানাডীয়ান এমপিদের উদ্দেশে হাই কমিশনার মিজানুর রহমান বলেন, একটি পূর্ণাঙ্গ গ্রহণযোগ্য ও প্রচলিত আইনে প্রকাশ্যে বিচারের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার সম্পন্ন হয়েছে । দেশের সর্বোচ্চ আদালতে ফাঁসির দন্ডপ্রাপ্ত খুনী নূর চৌধুরী দীর্ঘদিন ধরে পালিয়ে কানাডায় অবস্থান করছে। ন্যায়বিচারের স্বার্থে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো প্রয়োজন।
নুর চৌধুরীকে ফেরত পাঠানো প্রক্রিয়ায় সহযোগিতার জন্য সভায় উপস্থিত কানাডীয় এমপিদের সমর্থন কামনা করেন তিনি।
সংসদ ভবনের সেন্টার ব্লকে অবস্থিত পার্লামেন্টারী রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন কানাডা পার্লামেন্টের সরকারি হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান কেভিন সোরেনসন এমপি (ব্যাটল রিভার-ক্রফোর্ড, এ্যালবার্টা থেকে নির্বাচিত), অটোয়ার বার হেভেন-নেপিয়েন থেকে নির্বাচিত চন্দ্রা আরিয়া এমপি, ব্রোসার্ড-সেন্ট ল্যাম্বার্ট, কুইবেক থেকে নির্বাচিত এমপি আলেকজান্ড্রা মেনডেস, ইউনিপেগ সাউথ থেকে নির্বাচিত এবং নারী অধিকার বিষয়ক পার্লামেন্টারী সেক্রেটারী - টেরি ডুগুইড এমপি, টরন্টোর বাঙালী অধ্যুষিত বিচেস-ইস্ট ইয়র্ক থেকে নির্বাচিত এবং কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারী ফ্রেন্ডশীপ গ্রুপের চেয়ারম্যান নাথানিয়েল এরস্কাইন স্মিথ এমপি, বৃটিশ কলাম্বিয়ার ভ্যাংকুভার-কোয়াড্রা থেকে নির্বাচিত জয়েস মুররে এমপি, অন্টারিও`র কিচেনার থেকে নির্বাচিত কনজারভেটিভ নেতা হ্যারল্ড অলব্রখট্ এমপি, উইনিপেগ সেন্টার থেকে নির্বাচিত রবার্ট ফ্যালকন উলেট এমপি, কুইবেকের ভিমি থেকে নির্বাচিত ইভা নাসিফ এমপি, সাস্কাচুয়ান ওয়েস্ট থেকে নির্বাচিত এনডিপি নেত্রী শেরি বেনসন এমপি, অন্টারিওর মিসিসাগা এরিন মিলস থেকে নির্বাচিত ইকরা খালিদ এমপি, টরেন্টোর স্ক্যারবোরো সেন্টার থেকে নির্বাচিত সালমা জাহিদ এমপি, মন্ট্রিয়লের ডোরভাল-লাসাল থেকে নির্বাচিত অঞ্জু ধিলন এমপি, সাস্কাচুয়ানের শেরউড পার্ক ফোর্ট থেকে নির্বাচিত গারনেট জিনাস এমপি, অন্টারিও`র ব্র্যাম্পটন থেকে নির্বাচিত রমেশ সাংঘা এমপি, রিচমন্ড হিল থেকে নির্বাচিত মাজিদ জৌহারী এমপি, স্ক্যারবোরো নর্থ থেকে নির্বাচিত শন চেন এমপি, টরন্টোর ডন ভ্যালী ইন্ট থেকে নির্বাচিত ইয়াসমিন রতনসী এমপি এবং কুইবেকের শ্যাতোগে-ল্যাকোল থেকে নির্বাচিত ব্রেন্ডা শ্যানাহান এমপি।
বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার নাঈম উদ্দিন আহমেদ, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো. সাখাওয়াত হোসেন, প্রথমসচিব (বাণিজ্যিক) দেওয়ান মাহমুদ, প্রথম সচিব (রাজনৈতিক) মো. আলাউদ্দিন ভুঁইয়া এবং প্রথম সচিব (কন্সুলার) অপর্ণা রাণী পাল সভায় উপস্থিত ছিলেন । সূত্র: নতুনদেশডটকম
বিডি-প্রতিদিন/এস আহমেদ