কুয়েত সিটির রাজধানী হোটেলের পার্টি হলে সম্প্রতি জমায়েত হন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা। ইউনিটির কুয়েত শাখার সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক যমুনা টিভির কুয়েত প্রতিনিধি শেখ এহসানুল হক খোকনের সঞ্চালনায় সভায় বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি এশিয়ান টিভি কুয়েত প্রতিনিধি ও মাসিক 'মদিনার পথে'র সম্পাদক শরীফ মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লন্ডন থেকে আগত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইউরোপ এনটিভির উপস্থাপক সালাহউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরকে সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কুয়েত ও বাংলার বার্তা’র পক্ষ থেকে সাংবাদিক সালাহ্ উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। ক্রেস্ট তুলে দেন রিপোর্টার্স ইউনিটি সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক শেখ এহসানুল হক খোকন এবং বাংলার বার্তার সার্কুলেশন ম্যানেজার শাহ করিম। পরে সালাহ্ উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ইউরোপে সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
কুয়েতে প্রবাসী সাংবাদিকদের কার্যক্রম নিয়ে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি রবিউল আলম রবি, ঋতুরঙ্গা শিল্পী গোষ্ঠী ও ঢাকা সমিতির সভাপতি মনির হোসেন মন্টু, বিশিষ্ট সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জালাল আহমেদ চুন্নু মোল্লা, ম্যানেজার অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আবুল বাসার, রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শরিফ হোসেন, বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল কাদের মোল্লা, স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সভাপতি হযরত আলী মল্লিক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত কমান্ডের সভাপতি দিদারুল আলম, কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের খতিব সায়্যেদ জামাল উদ্দিন, মানিকগঞ্জ সমিতির সভাপতি একে আজাদ নুর, ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের সভাপতি ও কুয়েত সরকারের অনুমোদিত প্রথম বাংলা পত্রিকা মাসিক মরুলেখার সম্পাদক আব্দুর রব মাওলা, মানবাধিকার সাংবাদিক গ্রুপের ফটো সাংবাদিক মোস্তাফা শেখ, বিশিষ্ট ব্লগার সাইরুল আমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/৮ জুন, ২০১৭/ফারজানা