বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সোসাইটির কুয়েত শাখার নব কমিটির পরিচিতি ও সুধীজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুয়েতে খাইতানের রাজধানী প্যালেস হোটেলে সংগঠনের নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুসফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতেস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিছুজ্জামান। বিশেষ অতিথি বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মোকাই আলী, কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, ব্যাংক কর্মকর্তা সাফায়েত হোসেন পাটোয়ারী, ইঞ্জিনিয়ার মোশাহিদসহ বিভিন্ন সংগঠনের প্রবাসীরা।
নেতৃবৃন্দ তাদের সংগঠনের আগামী দিনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। পাশাপাশি নব কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন। সবশেষে মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/৮ জুন, ২০১৭/ফারজানা