অস্ট্রেলিয়ায় এন.এস.ডব্লিউ প্রিমিয়ারের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার পার্টি ও ডিনার অনুষ্ঠিত হয়েছে। সিডনি নগরীর এন.এস.ডব্লিউ পার্লামেন্ট হাউসে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিন অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ইফতার পার্টিতে বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এস.বি.এস রেডিও বাংলা বিভাগের প্রযোজক এবং জন্মভূমি টিভির প্রধান আবু রেজা আরেফিন, নবধারা নিউজ.নেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, যমুনা টেলিভিশনের অস্ট্রেলিয়া প্রতিনিধি হাসান তারিক,আর টিভির অস্ট্রেলিয়া প্রতিনিধি সুলতানুল আরেফিন, চ্যানেল আই'র সিডনি প্রতিনিধি বাবু আসওয়াদ, সু-প্রভাত সিডনির প্রধান প্রতিবেদক ফজলে রাব্বি ও রিপোর্টার ড. মারুফ প্রমুখ।
বিডি প্রতিদিন/০৯ জুন ২০১৭/আরাফাত