কুয়েতে কুমিল্লা প্রবাসী পরিষদের উদ্যোগে সুধীজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির রাজধানী হোটেলে গত বুধবার প্রায় অর্ধশত অতিথির উপস্থিতিতে ইফতার মাহফিল মিনি বাংলাদেশে পরিণত হয়। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়।
সংগঠনের সভাপতি আতাউল গনি মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সেলিম ও আলী আবদুল ওয়াহীদের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান মোকাই আলী, বাংলাদেশ কমিউনিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, সংগঠনের উপদেষ্টা নাছের মুর্তজা, সভাপতি হান্নান মুজমদারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, কুমিল্লা প্রবাসী পরিষদ নিজেদের ঐতিহ্য রক্ষা, সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড ও দুস্থ কুমিল্লা প্রবাসীদের সাহায্যার্থে সব সময় পাশে থেকেছে।
সংগঠনের সভাপতি জানান, জামাল পাটোয়ারী, শাহ করিম, মাসুম, মুসতাফিজুর রহমান, তারেক, আব্দুর রাজ্জাক ভূইয়া, কাজলসহ কয়েকজনের অক্লান্ত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফল হয়েছে।
বিডি প্রতিদিন/৯ জুন, ২০১৭/ফারজানা