কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র সালমিয়া অঞ্চলের উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ৯ জুন শুক্রবার বাদ আছর সালমিয়াস্থ (মসজিদ হেচ্ছা সাল্লুম) প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাম (লাল মসজিদ) এ এই মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের এর সভাপতিত্বে ও মাওলানা নাছের চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা মাওলানা মাশহুদুর রহমান কোরআন হাদিসের আলোকে রমজানের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়েতের নাগরিক আব্দুর রহমান আদেল জাসেম আল দামখি, মাওলানা সুলতান আহমেদ, মাওলানা মুসলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারেক, জাহাঙ্গীর আলম, সংগঠক জাহাঙ্গীর, প্রবাসী বন্ধু মহলের সভাপতি সাাইফুল সাগর, সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, আব্দুল আওয়াল, ফয়েজ, আরিফুল ইসলামসহ অসংখ্য প্রবাসী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়ার করেন মীর নজরুল ইসলাম, জাকাত এর উপর ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী সাখাওয়াত হোসেন হুমায়ূন।
মাহফিলে কুয়েত প্রবাসী বাংলাদেশি অসংখ্য পরিবারবর্গ উপস্থিত ছিলেন। মহিলাদের জন্যে পৃথক ভাবে সুব্যবস্থা করা হয়। কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র তাদের উদ্যোগে বিভিন্ন অঞ্চলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসব মাহফিলে রোজাদারদের জন্য ইফতার পরিবেশনার জন্য কুয়েত সরকার ও প্রবাসী ব্যবসায়ীরা সহযোগিতা করে থাকেন।
বিডি-প্রতিদিন/১০ জুন, ২০১৭/ওয়াসিফ