ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া এক বিবৃতিতে ব্রিটিশ নির্বাচনে বঙ্গবন্ধুর দৌহিত্র টিউলিপ সিদ্দিক পুনরায় এমপি. নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাজ্যের লেবার পার্টির থেকে জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে ১৫ হাজার ভোট বেশি পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন তিনি। গত পার্লামেন্টেও এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।
বঙ্গবন্ধু পরিবার আগামী দিনে বিশ্ব রাজনীতিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বঙ্গবন্ধুর রক্ত আজ দেশের মাটি ছাড়িয়ে ব্রিটেনের মত দেশেও নেতৃত্ব দিচ্ছে। টিউলিপ সিদ্দিকী আমাদের অহংকার। আমরা টিউলিপ সিদ্দিক'র উত্তরোত্তর সাফল্য কামনা করি। পাশাপাশি আরো দুই বাঙালি নারী রুপা হক ও রুশনারা আলীকে অভিনন্দন জানানো হয়েছে। ডেনমার্ক যুবলীগ'র সভাপতি আমির হোসেন জীবন ও সাধারণ সম্পাদক জামিল আখতার কামরুল, ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম তাদের অভিনন্দন জানিয়েছেন। এছাড়া ডেনমার্ক আওয়ামী লীগ সহ-সভাপতি জাহিদ চৌধুরী বাবু , যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোতালেব ভূঁইয়া, মোহাম্মদ ইউসুফ হিল্লোল বড়ুয়া,ডা. সানন্দা ইকবাল , আব্দুল্লাহ আল জাহিদ ,ফাহমিদ আল মাহিদ , আমির হোসেন, আব্দুল্লাহ হ্যাপি ,আসাদ উজ্জামান , মাহফুজুর রহমান, কাওসার আহমেদ, কোহিনুর আখতার মুকুল, সোমা সিদ্দিকী , হূমায়ন কবির ,মোহাম্মদ রাব্বী ,কচি মিয়া , সুমন দাশ, মাহফুজুর রহমান নয়ন এ কিউ এম হ্যাপী, সবুজ মল্লিক , শাহীন মিয়া , মোকলেসুর রহমান , দেবাশিস বড়ুয়া মোহাম্মদ নাজমুল , মোহাম্মদ আরাফাত , শামসুদ্দিন ইয়াকিন ,সৈয়দ পাভেল ,নাসির রানা , প্রত্যয় সাহা , কাজী হামিদ , রাইসুল রাহান , মোহাম্মদ শহীদ ,মিজানুর রহমান, সুমন বিশ্বাস , কানাই পোদ্দার, মাইনুল হাসান, হুমায়রা আখতার জাসিয়া, লিন্ডা হাসান, জাহেদুর রহমান ,অমিত বড়ুয়া , মাকসুদুল হাসান ,মাহিদ আহসান উজ্জামান, সরওয়ার আলম , সাইফুল ইসলাম সোহাগ , আরাফাত আহমেদ, মোক্তার-সহ প্রমুখ তাদের অভিনন্দন জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার