কুয়েতে এই প্রথম কোন প্রবাসী মা'কে রত্নগর্ভা হিসেবে সংবর্ধনা দিয়েছে কুয়েত প্রবাসীরা। কুয়েতে স্বনামধন্য শিল্পপতি মারাফি কুয়েতিয়া গ্রুপ অব কোম্পানির সিইও বিশিষ্ঠ ব্যবসায়ী কাজী শহীদ ইসলাম পাপুল এর মাতা কাজী তহুরুন্নেছাকে এই সংবর্ধনায় সম্মানিত করেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কুয়েত প্রবাসীরা।
শহীদ ইসলাম পাপুল কুয়েতে বঙ্গবন্ধু স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও কুয়েত আওয়ামী লীগের আহবায়ক এবং এন,আর,বি,কমার্শিয়াল ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টর।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরুয়া কাজী বাড়ির রত্নগর্ভা কাজী তহুরুন্নেছার পাঁচ ছেলে, দুই মেয়ের সবাই স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত।
শুক্রবার কুয়েতের আব্বাসীয়ার কমিউনিটি সেন্টারে সফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং বাহার উদ্দিন এর সঞ্চালনায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনিতীক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো প্রবাসীদের ফুলেল শুভেচ্ছা শিক্ত হলেন কাজী তহুরুন্নেছা।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৭/মাহবুব