জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত এমপি মো. মসিউর রহমান রাঙ্গার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কাতারস্থ জাতীয় পার্টি। নেদারল্যান্ড থেকে সরকারি সফর শেষে মসিউর রহমান রাঙ্গা গত মঙ্গলবার কাতারে যাত্রবিরতি করছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে মসিউর রহমান রাঙ্গাকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি হাজী বাশার সরকার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ফুল।
সাক্ষাৎকালে দেশের চলমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মসিউর রহমান রাঙ্গা এসময় জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করে প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।
বিডি প্রতিদিন/১২ জুলাই, ২০১৭/ফারজানা