ফোবানা সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য ওয়াশিংটনে মতবিনিময় সভার আয়োজন করেছে মায়ামি ফোবানা স্বাগতিক কমিটি। সভা আগামী ২০ জুলাই শেরাটন টাইসন কর্নার, ৮৬৬১ লীজবার্গ পাইক, টাইসন্স কর্ণার, ভার্জিনিয়া ২২১৮২ এ অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত থাকবেন ফোবানা স্বাগতিক কমিটির আহ্বায়ক এম রহমান জহির, সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ, প্রধান কো-অর্ডিনেটর আতিকুর রহমান, প্রধান পৃষ্ঠপোষক নওশাদ চৌধুরী, মিডিয়া ও প্রেস কমিটির চেয়ারম্যান শিব্বীর আহমেদ, ও ষ্টেট লিয়াঁজো কমিটির চেয়ারম্যান শরাফত হোসাইন বাবু। এছাড়াও ফোবানা নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, নির্বাহী কমিটির প্রাক্তন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইন, নির্বাহী কমিটি মেম্বার এটি এম আলম, নুরুল আমিন নুরু ও জিআই রাসেল উপস্থিত থাকবেন।
ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য এই মতবিনিময় সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আতিকুর রহমান ৯৫৪-৮১৮-২৯৭০ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়াও যাবতীয় তথ্যের জন্য স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ এমরান ৫৬১-৩৮৯-৮৮৪৪, আহ্বায়ক এম রহমান জাহির ৫৬১-৮৭৬-২২৫৫, সদস্য সচিব আশরাফ আহমেদ ৫৬১-৯৮৫-৩১৬২, সেমিনার ও লিয়াজোঁ কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান আতিক ৯৫৪-৮১৮-২৯৭০, জ্যৈষ্ঠ নির্বাহী ও সহ আহ্বায়ক ওসমান চৌধুরী অপু ৯৫৪-৩০৪-০৬৫৫, সাময়িকী কমিটির চেয়ারম্যান রফিকুল হক ৯৫৪-৮৯২-৩০৯৪, জ্যৈষ্ঠ নির্বাহী ও সহ আহ্বায়ক রানা হক ৯৫৪-৮৭৩-১৪১১, কালচারাল কমিটির চেয়ারম্যান এ বি এম গোলাম মুস্তাফা ৭৫৪-২৪৬-২৮০১, বিজ্ঞাপন বিভাগের জ্যৈষ্ঠ নির্বাহী সচিব ফারুক সরকার ৯৫৪-৯৯৩-০৯৬৯, চেয়ারম্যান আউয়াল দয়ান ৭৮৬-২৭৭-৭১৬০, স্টল ও বুথ কমিটির চেয়ারম্যান রেজাউল ইসলাম ৯৫৪-৩১৯-৬০০৯, অথবা সহকারি সচিব রফিকুল ইসলাম ৯৫৪-৫৯৯-৪২৮৮, হোটেল নিবন্ধন কমিটির চেয়ারম্যান কবির চৌধুরী তুহিন ৫৬১-৯৮৫-৩২৩৩, নিউজ এবং মিডিয়া সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য কমিটির চেয়ারম্যান শিব্বীর আহমেদ ২০২-৭০৫-৭৯০০ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও অন্যান্য তথ্যের জন্য ইমেইল Email: [email protected] অথবা টোল ফ্রি নম্বর ১-৮০০-২৭২-৫৭৬৭ এ কল করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
মায়ামী, ফ্লোরিডা: আগামী ৬,৭ ও ৮ অক্টোবর ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার ৩১তম আসর।মানবতার জন্য ঐক্য- এই স্লোগান নিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে কলম্বাস ডে উইকেন্ডে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে সম্মেলনকে সামনে রেখে হোটেল বুকিং শুরু হয়েছে বলে জানিয়েছেন ৩১তম ফোবানা সম্মেলনের কনভেনার এম রহমান জহির ও সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ। প্রতিদিন ডিসকাউন্ট মূল্য ১৪৯ ডলারে এই হোটেল বুকিং চলবে ৩১ শে আগস্ট পর্যন্ত। অনলাইনে হোটেল বুকিং এর জন্য এই লিংকে ক্লিক করে হোটেল বুকিং দেয়া যাবে। এছাড়া টেলিফোন ৩০৫-৩৫৮-১২৩৪ নাম্বারে কল করে রির্জাভেশনের জন্য "BANGLADESH ASSOCIATION OF" এই কোডটি প্রদান করতে হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হোটেল বুকিং দেয়া যাবে ১৬৯ ডলার মূল্যে এবং অক্টোবরে হোটেল বুকিং এর জন্য দিন প্রতি ২০০ ডলারের উপরে গুনতে হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
সম্মেলনের আহ্বায়ক এম রহমান জহির জানিয়েছেন, সম্মেলন উপলক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আগ্রহীদের দ্রুত হোটেল বুকিং দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পরে হোটেল রুম পাওয়া বেশ কষ্টকর হবে।সম্মেলনে প্রবাসের সবাইকে সপরিবারে আমন্ত্রন জানিয়েছেন স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ এমরান, আহ্বায়ক এম রহমান জহির, সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ, লিয়াঁজো কমিটির প্রধান আতিকুর রহমান ও প্রধান উপদেষ্টা মাহফুজুর রহমান।
বিডি প্রতিদিন/১৩ জুলাই, ২০১৭/ফারজানা