সংযুক্ত আরব আমিরাতে পালিত হলো নিউজ টোয়েন্টিফোরের প্রথম বর্ষপূর্তি।
শুক্রবার স্থানীয় সময় বেলা ৩টায় দুবাইয়ের কেজিএন রেস্টুরেন্টে নিউজ টোয়েন্টিফোর পরিবারকে শুভেচ্ছা জানাতে আসেন প্রবাসী সাংবাদিক, পেশাজীবি, রাজনৈতিক, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ আমিরাতের সামাজিক সংগঠন টিম বাংলাদেশ।
দুই পর্বের বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে প্রবাসীদের আশা-প্রত্যাশা ও চ্যানেলে প্রতি ভালবাসা ব্যক্ত করেন কমিউনিটির নেতাসহ উপস্থিত সকলে।
নিউজ টোয়েন্টিফোরের আরব আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনি পরিচালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কমিউনিটি নেতা আলহাজ্ব মাজহার উল্ল্যাহ মিয়া, কমিউনিটি নেতা মাহে আলম, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সাংবাদিক মাহবুব হাসান হৃদয়, সিরাজুল হক, আবদুল্লাহ আল মামুন, গিয়াস উদ্দিন, তোহিদুল ইসলাম, জহিরুল ইসলামসহ টিম বাংলাদেশের সকল সদস্যবৃন্দ প্রমুখ। এসময় তারা নিউজ টোয়েন্টিফোরের মাধ্যমে ভবিষ্যতে প্রবাসীদের সুখ-দুঃখ ও রেমিটেন্স সৈনিকদের গল্প তুলে ধরার আহবান জানান। বস্তনিষ্ঠ সংবাদ প্রচারের জন্যে চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদও জানান তারা।
পরে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দিনটি উদযাপন করেন তারা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন