সংবাদভিত্তিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোরে’র প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার রেস্টুরেন্ট রসনা বিলাসে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস এর শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।
এছাড়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় টিভি অভিনেতা মোশারফ করিম ও অভিনেত্রী জুঁই করিম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম খোকন, কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজ, দাতু শ্রী হাজী মোহাম্মদ জ্যাম বিন আব্দুল কাদের ও মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক মো. তাজকির আহমেদ।
প্রধান অতিথি শুরুতেই মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহ. শহীদুল ইসলামের পক্ষ থেকে নিউজ টোয়েন্টিফোরের ২য় বর্ষে পদার্পণের শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন, নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে দেশ ও বিদেশে এক বছরে যে জনপ্রিয়তা অর্জন করেছে নিউজ টোয়েন্টিফোর তা সত্যিই প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, এই অগ্রযাত্রা চ্যানেলটির ভবিষ্যৎ সমৃদ্ধ হবে। এসময় তিনি দেশ ও প্রবাসীদের কল্যাণে আরো বেশি সংবাদ পরিবেশনের অনুরোধ জানান।
অভিনেতা মোশারফ করিম বলেন, সংবাদ এবং অনুষ্ঠান পরিবেশনায় ভিন্নমাত্রা নিয়ে এসেছে নিউজ টোয়েন্টিফোর। প্রবাসীদের নিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে নিউজ টোয়েন্টিফোর কার্যকর ভূমিকা পালন করবে।
আরটিভি’র মালয়েশিয়া প্রতিনিধি বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সহ-সভাপতি মোস্তফা ইমরান রাজু’র সঞ্চালনায় বিশেষ অতিথি আলহাজ্ব কামরুজ্জামান কামাল বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা প্রবাসীদের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি এস রহমান পারভেজ নিউজ টোয়েন্টিফোর এর সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও প্রবাসীদের কথা আরো বেশি বেশি তুলে ধরার আহ্বান জানান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহাদাত হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস টিভি প্রতিনিধি বশির আহমেদ ফারুক, ডিবিসি নিউজ প্রতিনিধি খন্দকার মোস্তাক আহমেদ রয়েল শান্ত, একাত্তর টিভি প্রতিনিধি সামসুজ্জামান নাঈম, সময় টিভি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদের, রফিক আহমেদ। এদিন নিউজ টোয়েন্টিফোর পরিবারকে শুভেচ্ছা জানাতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা। এবং কেক কাটার মধ্যে দিয়ে শেষ হয় বর্ণিল এ আয়োজন।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৭/মাহবুব