প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সফল অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী বিশ্রামে রয়েছেন। তার পরিপূর্ণ সুস্থতা কামনায় সকলে বিশেষ মোনাজাতে মিলিত হন।
উল্লেখ্য, বাংলাদেশের বন্যার্ত এবং রোহিঙ্গা শরণার্থীদের কথা বিবেচনায় রেখে জন্মদিনের সকল আনুষ্ঠানিকতা পরিহার করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের লোকজন।
জতিসংঘে সাধারণ অধিবেশনে বক্তব্য প্রদানের পরদিন ২২ সেপ্টেম্বর শেখ হাসিনা ভার্জিনিয়ায় চলে যান পুত্র সজীব ওয়াজেদ জয় এবং পুত্রবধূ ও নাতনির সাথে অবকাশ যাপনের জন্যে।
মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মিলিত উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ।
অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আযাদ, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাকী, কামাল হোসেন, আজম আযাদ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি রফিক পারভেজ, সহ-সভাপতি আবুল কালাম আযাদ, মেরিল্যান্ড আওয়ামী লীগ সভাপতি শেখ সেলিম, জীবক বড়ুয়া, ওয়াশিংটনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম জি আই রাসেল প্রমুখ।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা