ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে পালেরমো আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গত ৩ নভেম্বর রোমে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে সাক্ষাৎ করেন।
বর্তমান প্রেক্ষাপটে দলকে আরও শক্তিশালী করতে পালেরমো আওয়ামী লীগ বিভিন্ন বিষয় তুলে ধরেন ইতালীর নেতৃবৃন্দের কাছে। তারা কমিটির ব্যাপারে লিখিতভাবে বক্তব্য তুলে ধরেন।
ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী বলেন, পালেরমো আওয়ামী লীগকে শক্তিশালী করতে যা কিছু দরকার তাই করব। তবে রাজনীতিতে প্রতিযোগীতা থাকতে পারে প্রতিহিংসা নয়। পালেরমো আওয়ামী লীগের ব্যাপারে সব কিছু জেনে শুনে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, সভাপতির পরামর্শে পালেরমোর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব। এসময় ইতালী আওয়ামী লীগের সহ-সভাপতি আ. রব ফকির ,যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল মৃধা উপস্থিত ছিলেন।
পালেরমো আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন, পালেরমো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাজী রফিক নেতৃত্বে পালেরমো আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মুহিতুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ আহমদ রুবেল, গোলাম রব্বানী, পালেরমো যুবলীগ নেতা এম এ হালিম, আশরাফ জানু, এমদাদ রাহ সাইফুল ও গিয়াস উদ্দিন হায়দার প্রমুখ।
বিডি প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৭/আরাফাত