৯ ডিসেম্বর, ২০১৭ ১১:৪০

'১৯৭১ সালে বাংলাদেশের গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির আহ্বান'

অনলাইন ডেস্ক

'১৯৭১ সালে বাংলাদেশের গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির আহ্বান'

সুইজারল্যান্ডের জেনেভায় মহাত্মা গান্ধী হলে আন্তর্জাতিক গণহত্যা দিবস উপলক্ষে সেকুলার ফোরাম অফ সুইজারল্যান্ড আয়োজিত ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, বাংলাদেশের ১৯৭১ সালে সংঘটিত গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সেমিনারে উপস্থিত আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও সংস্থাদের প্রতি আহ্বান জানান। নির্মম ও বর্বরতার নিকৃষ্ঠ উদাহরণ সংঘটিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তা নজিরবিহীন।

তিনি বর্তমানে মিয়ানমারের রোহিঙ্গাদের প্রতি অত্যাচারেরও তীব্র ক্ষোভ জানায়। বিশ্ববাসীকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

শহীদ কন্যা ডা. নুজহাত চৌধুরী বলেন, আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের গণহত্যা সম্পর্কে জাতিসংঘের কাছে স্বীকৃতি আদায়ের জন্য চেষ্টা চালাতে হবে। গণহত্যার স্বীকৃতি আমাদের অধিকার। সুতরাং বাংলদেশের আন্তর্জাতিক স্বীকৃতি কেবল সময়ের। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে শহীদের আত্মার শান্তি যেন পায় সেই চেষ্টা অব্যাহত থাকতে হবে।


সেকুলার ফোরাম অফ সুইজারল্যেন্ডের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এছাড়া বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ইতালির ফ্রান্সিসকা মারিনো, সুইজারল্যান্ডের  নিকুলার সাফো, ড. কার্ল গুস্তাব, কেরল স্কলার, ইরিভান সাটিয়াগো, ড. লরেন সুবিলা, মনোজ কুরিয়ান, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা ডা. মামুন আল মাহতাব, সুইডেনের মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, হল্যান্ডের বিকাশ চৌধুরী, ডেনমার্কের ডা. বিদ্যুৎ বড়ুয়া, বেলজিয়ামের এম, মোর্শেদ, ফ্রান্সের উদয়ন বড়ুয়া, জেনেভার অরুন বড়ুয়া, লন্ডনের অজন্তা, সুইজারল্যান্ডের নজরুল জমাদার, সেকুলার ফোরাম সুইজারল্যান্ডের সাধারণ সম্পাদক মাসুম খান।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর