'বই হোক আমাদের উত্তরাধিকার'-এই স্লোগানে ২৭-তম নিউ ইয়র্ক বইমেলা অনুষ্ঠিত হবে ২২, ২৩ ও ২৪ জুন। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পিএস ৬৯ স্কুল মিলনায়তনের এই মেলার আয়োজন করা হবে। এ বছর বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মুক্তধারা/জেএফবি সাহিত্য পুরস্কার। এছাড়াও কথা প্রকাশের পৃষ্ঠপোষকতায় মেলায় অংশগ্রহণকারি অন্য প্রকাশনা সংস্থাগুলোর পক্ষ থেকে দেয়া হবে ‘চিত্তরঞ্জন সাহা প্রকাশনা পুরস্কার ২০১৮’। এই প্রথম চিত্তরঞ্জন সাহার নামে প্রবাসে সাহিত্য পুরস্কার চালু হচ্ছে বলে জানান মুক্তধারা ফাউন্ডেশনের বিশ্বজিৎ সাহা।
অতিথি হিসেবে থাকছেন রামেন্দু মজুমদার, আবদুল্লাহ আবু সায়ীদ, শামসুজ্জামান খান, আনিসুল হক, আবদুন নূর, আনোয়ারা সৈয়দ হক, আবুল হাসনাত, দিলারা হাফিজ, সাইফ ইমাম (জামি), জাফর আহমেদ রাশেদ, ইফতেখারুল ইসলাম, আফজাল হোসেন, ইকবাল হাসান, সৈয়দ আল ফারুক, লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম, ফারুক হোসেন, ফরিদ আহমেদ, মো. আব্দুস সামাদ, আরিফ হোসেন ছোটন, সৌরভ সিকদার, গীতালি হাসান, পারমিতা হিম, নাজমুন নেসা পিয়ারী, সালেহা চৌধুরী, সরিন জাবিন, আহমেদ মাহমুদুল হক ও মনিরুল হক প্রমুখ।
বাংলাদেশ থেকে থেকে রবীন্দ্র সঙ্গীত শিল্পী লিলি ইসলাম ও শামা রহমান বইমেলায় সঙ্গীত পরিবেশন করবেন।মেলায় বিশেষ সংবর্ধনা দেয়া হবে শহীদ জননী জাহানারা ইমাম সৃষ্ট গণআদালতে যোগদানকারি এটর্নী থমাস কিটিং-কে।
বইমেলার অনুষ্ঠানমালায় থাকবে শহীদ জননী জাহানার ইমামের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ফের সায়ীদ স্যারের ক্লাসে, নাট্যানুষ্ঠান ‘স্মৃতি একাত্তর’, জামাল উদ্দিন হোসেন ও রওশন আরা হোসেনের দ্বৈত পরিবেশনা 'বেলাশেষের গান'।এ ছাড়াও প্রতিদিনই থাকছে নতুন বইয়ের আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, সেমিনার ও লেখকদের আড্ডা।
মেলায় বাংলাদেশ থেকে বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন, অনন্যা, প্রথমা প্রকাশন, বেঙ্গল প্রকাশনা, কথাপ্রকাশ, নালন্দা, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, অঙ্কুর প্রকাশনা, স্টুডেন্ট ওয়েজ, আকাশ প্রকাশনা, তাম্রলিপি, মদিনা পাবলিশার্স, ধ্রূবপদসহ ২০টির উপর প্রকাশনা সংস্থা অংশ নেবে। এছাড়া পশ্চিমবঙ্গ থেকেই কয়েকটি শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা অংশ নেবে।
ইতিমধ্যে বিভিন্ন প্রকাশনা সংস্থার বইয়ের তালিকা সম্বলিত বুকলেট উত্তর আমেরিকার পাঠকদের কাছে বিলি করার উদ্যোগ নিয়েছে আয়োজক সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন। বহির্বিশ্বে বসবাসরত লেখকদের প্রকাশিত নতুন বইয়ের তালিকার কাজ শুরু করেছেন আয়োজকরা। ২০১৮ সালে প্রকাশিত গ্রন্থের তথ্য জানাবার জন্য অনুরোধ করা হয়েছে।
এ বইমেলা আয়োজনে সহায়তাকারি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রতিদিন, চ্যানেল আই, প্রথম আলো, সাপ্তাহিক বাঙালি, আজকাল এবং উৎসব ডটকম।
বিডি প্রতিদিন/ফারজানা