বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেদ্দা (ইংরেজী শাখা)-কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড’ কর্তৃক প্রদত্ত দুই কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেদ্দা কনস্যুলেট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংরেজি শাখা)’র অনুকূলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড’ কর্তৃক প্রদত্ত ০২ (দুই) কোটি টাকার ঋণের চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কনসাল জেনারেল এফ. এফ. বোরহান উদ্দিন প্রবাসীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য পেশ করেন। বক্তব্য শেষে স্কুলের এসএমসি’র চেয়ারম্যান/স্কুলের অধ্যক্ষ সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্’র নিকট হতে ঋণের চেক গ্রহণ করেন এবং স্কুলের এসএমসি’র চেয়ারম্যান তার অনুভূতি প্রকাশ করেন।
সবশেষে রাষ্ট্রদূত উপস্থিত সকলের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য রাখেন। কনস্যুলেটের কর্মকর্তা/কর্মচারি, জেদ্দায় বসবাসরত বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর