ব্রাসেলস ইউরোপিয়ান পার্লামেন্ট কক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আওয়ামী লীগের এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলজিয়াম আওয়ামী লীগ এই সম্মেলনের আয়োজন করে।
সম্প্রতি বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মাধ্যম আয়ের দেশের স্বীকৃতি পাওয়া, সন্ত্রাস নির্মূল, দারিদ্র্য বিমোচন, আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও বিশ্ব শান্তির পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের ধারাবাহিক অভূতপূর্ব সাফল্যকথা বিশ্বময় ছড়িয়ে দেয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউরোপিয়ান পার্লামেন্টের সম্মানিত 'এম ই পি' ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড কর্বেটের সভাপতিত্বে এবং আয়োজকদের অন্যতম সমন্বয়ক বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের সঞ্চালনায় পেনেলিস্ট ও বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাজ্জাদ করিম, বেলজিয়াম, লুক্সেমবুর্গ, ও ইউরোপিয়ান ইউনিয়নে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাদত হোসেন, দক্ষিণ এশিয়ান ডেমোক্রেটিক ফোরামের পরিচালক ও সাবেক পর্তুগিজ এম ই পি, 'পাওলো কসাকা' সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাস গুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনি, সম্মেলনের উদ্যোক্তা ও সমন্বয়ক ও সর্বইউরোপীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক খোকন শরীফ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের উদ্যোক্তা ও বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক। তিনি বাংলাদেশের উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আরও অধিক সহযোগীতার আহ্বান জানান এবং এই সম্মেলনের সাফল্য কামনা করেন।
সম্মেলনের সভাপতি রিচার্ড কর্বেট তার মূল বক্তব্যের পূর্বে সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত বাণী পাঠ করে শোনান, এরপর তিনি তার মূল প্রবন্ধ পাঠ করেন।
সম্মেলনের সমন্বয়ক এম এম মোর্শেদ বলেন, বাংলাদেশের আজকের এই উন্নয়ন মূল চাবি হিসাবে কাজ করেছে শেখ হাসিনার সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার নাদিয়া, ড. বিদ্যুৎ বড়ুয়া, ইইউ রাষ্ট্রদূত ইসমত জাহান, বাসুগ সভাপতি বাবু বিকাশ বড়ুয়া, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের সভাপতি আহমেদ আনছার উল্লাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৮/আরাফাত