সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের আয়োজনে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয়ান পার্লামেন্টে 'বাংলাদেশের উন্নয়ন ও ভবিষ্যৎ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।ইউরোপিয়ান পার্লামেন্টে এমইপি ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড কর্বেট এতে সভাপতিত্ব করেন।
কনফারেন্সের আয়োজকদের সমন্বয়ক, বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের সঞ্চালনায় এতে পেনেলিস্ট ও বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাজ্জাদ করিম এমইপি, ইউরোপিয়ান ইউনিয়নে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদত হোসেন, বাংলাদেশের বন্ধু, দক্ষিণ এশীয়ান ডেমোক্রেটিক ফোরামের পরিচালক ও সাবেক পর্তুগিজ এমইপি পাওলো কসাকা, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাস গুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনি, সম্মেলনের উদ্যোক্তা ও সমন্বয়ক ও সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক খোকন শরীফ।
সম্মেলনের উদ্যোক্তা ও বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক বাংলাদেশের উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আরও অধিক সহযোগিতার আহ্বান জানান।
সম্মেলনের উপস্থিত ছিলেন এম এম মোর্শেদ, ব্যারিস্টার নাদিয়া, ড. বিদ্যুৎ বড়ুয়া, ইইউ রাষ্ট্রদূত ইসমত জাহান, বাসুগ সভাপতি বাবু বিকাশ বড়ুয়া, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের সভাপতি আহম্মেদ আনছার উল্লাহ, সাংবাদিক রিয়াজ হোসেন, ইউরোপিয়ান আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, স্পেন, পর্তুগাল, সুইডেন, ব্রিটেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ডসহ ইউরোপ ও বাংলাদেশ থেকে আগত আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। এছাড়া বেলজিয়াম আওয়ামী লীগ যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের বিপুল পরিমাণ নেতা-কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিডি প্রতিদিন/ফারজানা