বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং কর্মীদের উজ্জীবিত করা প্রয়াসে আলোচনা সভা করেছে ইতালি আওয়ামী লীগ। এ উপলক্ষে গত রবিবার রোমের বাংলাদেশ সমিতির কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আহমেদ ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় বক্তব্য দেন সর্বইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ রব ফকির, নজরুল ইসলাম মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, শোয়েব দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাফফর হোসেন বাবুল, দীন মোহাম্মদ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ।
বক্তারা বলেন, ইতালি আওয়ামী লীগ সব সময়ই ঐক্যবদ্ধ ছিল। কাজেই সকল মতপার্থক্য দূর করে শুধু বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে এই প্রবাস থেকে শক্তিশালী করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন হাবিব মোকদম, ইউসুফ চৌধুরী, শেখ মামুন, মোহাম্মদ আলী, এনায়েত করিম, উম্মে হানি, শামিম পপি, বাবলি ইউসুফ, মহিউদ্দিন মহি, জহিরুল ইসলাম, ফারুক ফরাজী, আব্দুল মুজাহিদ বাবুল, বাবু ঢালী, শেখ ইসহাক, জি আর মানিক, কবির হোসেন, মাসুদ রানা, অলিউর তালুকদার, মহিউদ্দিন হাওলাদারসহ ইতালী আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা