মালয়েশিয়ায় রিজেন্ট এয়ারওয়েজ এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিজেন্ট নাইট-২০১৮। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল দি রয়েল চুলানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রিজেন্ট এয়ারওয়েজে’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সালমান হাবিব, চিফ কমার্সিয়াল অফিসার হামিদ জাকারিয়া ও রিজেন্ট এয়ারওয়েজ কুয়ালালামপুরে’র জিএসএ ইঞ্জিনিয়ার বাদুলুর রহমান খান।
সংবাদ সম্মেলনে গ্রাহকদের প্রত্যাশা পূরণে রিজেন্ট এয়ারওয়েজ অতীতের মতো ভবিষ্যতেও নতুন নতুন সেবা নিয়ে কাজ করবে বলে মন্তব্য করেন ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর সালমান হাবিব।
এছাড়াও শুক্রবার রিজেন্ট নাইট এর জমকালো অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনার এর আয়োজন রয়েছে বলে জানান রিজেন্ট এয়ারওয়েজে’র কুয়ালালামপুরে’র জিএসএ ইঞ্জিনিয়ার বাদুলুর রহমান খান।
সংবাদ সম্মেলনে মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিড়িয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৩ জুলাই ২০১৮/হিমেল