বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুক্তরাষ্ট্র শাখা ২৭ জুলাই জাতিসংঘ সদর দফতরের সামনে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে।
গতকাল মঙ্গলবার মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন এবং সেক্রেটারি মোহাম্মদ সুরুজ্জামান জানিয়েছেন, এ কর্মসূচির জন্যে প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেছে। বিক্ষোভের পর মহাসচিব বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হবে। এ কর্মসূচিতে বিএনপি, জাসাস, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেবেন বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।
এদিকে, এ কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্যে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের পক্ষে মাঠে নেমেছেন আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, এম এ বাতিন, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি কাওসার আহমেদ, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা