সৌদি আরব জেদ্দার তুয়েলে সড়ক দুর্ঘটনায় আল আমিন কারীম (৪৪) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় রবিবার রাত ৯টার দিকে এশার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার সময় রাস্তা পারা হতে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন কারীম জেদ্দার একটি পেট্রোল পাম্পে কাজ করতেন।
নিহতের আল আমিন নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের রংমালা গ্রামের আবুল খায়েরের ছেলে। নিহতের লাশ তুয়েল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান