স্পেনের মাদ্রিদে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির কার্যকরী কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। বুধবার মাদ্রিদের ঢাকা ক্যাফে রেস্টুরেন্টে আয়োজিত ওই অনুষ্ঠানে কমিউনিটির নেতাকর্মীরা উপস্তিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের হেড অব চ্যান্সরি ও মিনিস্টার হারুন আল রাশিদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির সাবেক আহ্বায়ক আখতার হুসেন আতা, সাবেক সভাপতি গোলাম মোস্থফা জাহাঙ্গীর ,উপদেস্ষ্টা ইসলাম উদ্দিন, সুমন নুর, সহ-সভাপতি আবু তাহের শেখ ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মেদ রানা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ এস আই আর রবিন, আল মামুন, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজি এনায়েতুল করিম তারেক, কাম্রুজ্জানান সুন্দর, জাকির হুসেন, দুলাল সাফা গ্রেটার সিলেট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টাআব্দুল মুজ্জাকির, সভাপতি লুতফুর রহমান , নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি সোহেল ভুইয়া, ঢাকা জেলা সমিতির সভাপতি এস এম মাসুদ, কমিউনিটি ব্যক্তিত্ব রিজভি আলম, মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলাম উদ্দিন পঙ্কি, মুরশেদ আলম তাহের, এস এম মনির, আকবর শেঠ, আবু জাফর রাসেল, ফখ্রুল হাসান, রুবেল রানা আবুল হুসেন, হেমায়েত খান, রফিক খান, প্রমুখ। শুরুতে কোরআন তেলওয়াত করেন,আব্দুর রহমান বিশ্বাস ।
মাহবুবুর রহমান ঝন্টুকে সভাপতি, রাসেল দেওয়ানকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মেদ রানা কে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিঠি ঘোষণা করেন উপদেষ্টা আখতার হুসেন আতা।
দুই বছর (২০১৮-২০২০) মেয়াদী এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. শাহিন, সহ সভাপতি আবু তাহের শেখ, পনির হাওলাদার, নুরুল আমিন, সেলিম হাওলাদার, মাসুদ শিকদার, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উজ্জ্বল ঢালি, শেখ রাজন, রবিউল ইসলাম, মো. রাজু, সেলিম ব্যপারী ইদ্রিছ, সেলিম হাসান, মো. নিশাদ, সহ -সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান, মো. রওনক, অর্থ সম্পাদক সোহেল আহমেদ, সহ-অর্থ সম্পাদক মাসুদ রানা, দফতর সম্পাদক সুমন শেখ, সহ-দফতর সম্পাদক জুবায়ের শেখ, প্রচার সম্পাদক মো. রফিক, সহ-প্রচার সম্পাদক মাহফুজ, ধর্ম সম্পাদক ইব্রাহিম খান, ক্রীড়া সম্পাদক রুবেল, সহ-ক্রীড়া সম্পাদক শাওন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মো. বাবু, মহিলা সম্পাদিকা পপি আক্তার, নির্বাহী সদস্য সেলিম মিয়া, নির্বাহী সদস্য রান্টু হোসেন ও মো. খোকন প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা