ব্যাপক উৎসব মুখর পরিবেশে বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় একটি হোটেলে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।
সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।
বদরুল আলম ও মালেক আহমেদের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নুরুল করিম চৌধুরী, আবু তাহের, শাহজাহান মিয়া, আবেদুর রহমান ফারুক, আবুল হাসান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রবীণ ব্যক্তি বোরহান উদ্দীন শরীফ, আনা মিয়া, আব্দুল খালেক, কফিল উদ্দীন, শরিফুল হক সাজু, বদরুল ইসলামসহ অনেকে।
বিভিন্ন সামাজিক উন্নয়নের জন্য কাতার সরকার জালালাবাদ অ্যাসোসিয়েশনকে বিশেষ সম্মাননা প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন