ওমানের আল সূর জামে মসজিদে ওমান বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ বাবর মিয়ার গায়েবানা জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
বাবর প্রায় ত্রিশ বছর ওমানে নিজের ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিএনপির রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।তাঁর আকস্মিক মৃত্যুতে ওমান বিএনপি গভীর শোক প্রকাশ করেছে।
বাংলাদেশ প্রতিদিনকে দেয়া এক প্রতিক্রিয়ায় ওমান বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি মনঞ্জুরুল ইসলাম বলেন, তার এই অকাল মৃত্যুতে এক দিকে বাংলাদেশ হারিয়েছে একজন রেমিটেন্স সৈনিক, অন্যদিকে ওমান বিএনপি হারিয়েছে একজন অভিবাবক।
বিডি প্রতিদিন/৭ সেপ্টেম্বর ২০১৮/হিমেল