শিরোনাম
- ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তার’ জবাবে যা বলল হামাস
- রাজধানীর খিলক্ষেতে অস্ত্রসহ চারজন গ্রেফতার
- লেভারকুজেনের নতুন কোচ ইউলমান
- রাজধানীতে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক নিহত
- রাজধানীতে অটোরিকশা চালককে হত্যা, দুইজন আটক
- ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র
- সমুদ্রের বাতাসে লুকিয়ে আছে দীর্ঘ জীবনের রহস্য: গবেষণা
- আগস্টের মাসসেরা হওয়ার দৌড়ে তিন পেসারের লড়াই
- গাইবান্ধায় ফরম পূরণের ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
- ডাকসু নির্বাচনে ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপি
- আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের
- শ্রীপুরে র্যাবের গাড়ি আটক করে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৪
- নেপালে ‘জেন-জি’ আন্দোলনে ১৯ জন নিহতের দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
- হরতাল-অবরোধে অচল মোংলা বন্দরসহ বাগেরহাট
- আইসিসিতে রদ্রিগো দুতের্তের শুনানি স্থগিত
- যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপ পেলেন ২২ বাংলাদেশি
- ফেনীতে আর্সেনিকমুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- যুদ্ধাপরাধ তদন্তে জাতিসংঘের আহ্বান প্রত্যাখ্যান শ্রীলঙ্কার
- কুয়াকাটায় যুবদল নেতাকে চেষ্টার অন্যতম আসামি গ্রেফতার
- গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে ৯ পদক্ষেপ স্পেনের প্রধানমন্ত্রীর
ওয়াশিংটন ডিসি-তে টিকফা ফোরামের চতুর্থ সভা
যুুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীতের সংকল্প
এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে
অনলাইন ভার্সন

যুুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যেকার বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করার সংকল্প গ্রহণের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম অ্যাগ্রিমেন্ট’ (টিকফা) কাউন্সিলের চতুর্থ সভা সম্পন্ন হয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ-এর দফতরে অনুষ্ঠিত দিনব্যাপী এ সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু। এছাড়া বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল-এর মহাপরিচালক মো. মুনীর চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মইনুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ড-এর সদস্য প্রকাশ দেওয়ানসহ মোট ১২ জন।
অপরদিকে, যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ মার্ক লিন্সকট। এছাড়া যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ-এর দফতরের উপসহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেবা রেয়াজুদ্দিন, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক/অর্থনৈতিক কাউন্সেলর বিল মোলারসহ মোট ২০ জন প্রতিনিধি এ সভায় অংশ নেন।
২০১৩ সালের ২৫ নভেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম অ্যাগ্রিমেন্ট (টিকফা) স্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষরের পর ২০১৪ সালের ২৬ এপ্রিল টিকফা কাউন্সিলের প্রথম সভা ঢাকায় অনুষ্ঠিত হয় এবং ২০১৫ সালের ২৩ নভেম্বর ওয়াশিংটনে এর দ্বিতীয় সভা এবং গত বছরের ১৭ মে ঢাকায় তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।
ওয়াশিংটন ডিসি-তে এবারের চতুর্থ টিকফা সভায় উভয় পক্ষের মধ্যে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্র্র বাংলাদেশের সর্ববৃহৎ একক রফতানি বাজার। ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ হতে যুক্তরাষ্ট্রে ৫.৯৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে এবং যুক্তরাষ্ট্র হতে বাংলাদেশে প্রায় ১.৭০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করা হয়েছে।
সভায় দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত বিষয়াদি প্রধান্য পায়। বাংলাদেশের পক্ষ হতে এ সভায় বাণিজ্য সহযোগিতাকরণ চুক্তি (টিএফএ) বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সম্প্রসারিত করার বিষয়ে অনুরোধ জানানো হয়। এ ক্ষেত্রে ডব্লিউটিও এর বালি মিনিস্টিরিয়ালের সিদ্ধান্তের আলোকে শুল্কমুক্ত বাজার সুবিধা বৃদ্ধিরও অনুরোধ জানানো হয়। নার্স, মিড্ওয়াইফসহ অন্যান্য সেবা খাতে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ সহজীকরণের জন্য অনুরোধ জানানো হয়। বিনিয়োগের অনুকুল পরিবেশের বিষয়ে তথ্যাদি তুলে ধরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধিরও অনুরোধ জানানো হয়।
এছাড়া বাংলাদেশি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণপূর্বক অগ্রাধিকারমূলক বাজার সুবিধা, টেকনোলজি ট্রান্সফার, বাণিজ্য বিষয়ক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ইকোনমি ও উন্নয়নশীল দেশ হিসেবে টেকসই গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়।
অপরদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ হতে বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের রফতানি বৃদ্ধি- বিশেষ করে তুলা ও ওষুধ রফতানি, মেধাস্বত্ব সংরক্ষণ, সরকারি ক্রয়পদ্ধতি ও লেবার ইস্যু বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশের খসড়া ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা বিশ্ব বাণিজ্য সংস্থায় নোটিফিকেশনের জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের পক্ষ হতে অনুরোধ জানানো হয়।
উভয় দেশের মধ্যে চলমান সৌহার্দপূর্ণ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করে চতুর্থ টিকফা সম্মেলনের সমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর