একাদশ জাতীয় সংসদ নির্বাচনেকে সামনে রেখে প্রবাসে নৌকার পক্ষে প্রচারণার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখার উদ্যোগে প্রবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশীদেরকে নৌকার পক্ষে সচেতন করার লক্ষ্যে এই প্রবাসী সমাবেশের আয়োজন করে সিঙ্গাপুর ছাত্রলীগ। এতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিরা সমাবেশে অংশগ্রহণ করেন।
ছাত্রলীগের সিঙ্গাপুর শাখার সভাপতি সোহাগ মোহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জে পি তালাসের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দীন তনময় রানা।
বক্তব্য রাখেন সিঙ্গাপুর ছাত্রলীগের সহ সভাপতি হোসেন আরিফ, বিজয় বিমল, বিএম সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক আরফিন আরিফ।
জুরং মহানগর ছাত্রলীগের সভাপতি জাকির, চাঙ্গী মহানগর ছাত্রলীগের সভাপতি জুয়েল, সম্মিলিত পলিটেকনিক ছাত্রলীগের হাবিব, সেরাঙ্গন মহানগর ছাত্রলীগ, সিঙ্গাপুরের মাসুম।
এছাড়াও সিঙ্গাপুর ছাত্রলীগের উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শিমুল, উল্লাহ আশিক, মাসুম গাজী, কাজী ইমাম আজম হৃদয়, মো. রবেল মিয়া জন, মোর্শেদ মোবাইদুল ইমন, ইশতিয়াক আশরাফ, সজিব খান প্রমুখ।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৮/মাহবুব