বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের মুখপাত্র শাহ নেওয়াজ নজরুলের মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুয়েত সিটির সুক আল ওয়াতানিয়ার একটি হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার নেতৃবৃন্দ এই দোয়া মাহফিলের আয়োজন করে। সংগঠনের সভাপতি আতাউল গনি মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ কামালের সঞ্চালনায় দোয়া মাহফিলে কুয়েত প্রবাসী বিভিন্ন সংগঠনের অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন।
শাহ্ নেওয়াজ নজরুলের মায়ের মৃত্যুতে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও দোয়ায় শরিক হন উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৮/মাহবুব