একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের করণীয় শীর্ষক আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রবাসী চাঁদপুর জেলা শাখা। মঙ্গলবার রাতে রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান কমল।
সংগঠনের সভাপতি শরীফ হোসেন খানের সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি হানিফ মুন্সির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী চাদঁপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম গাজী। প্রধান বক্তা ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, নজরুল পাটোয়ারি, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন সহ আরও অনেকে।
বক্তারা বলেন, ৩০ ডিসেম্বর চূড়ান্ত কর্মসূচি আর এই চূড়ান্ত কর্মসূচি সফলভাবে পালন করতে পারলে ধানের শীষ বিপুল ভোটে নির্বাচিত হওয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের দেশে ফেরা তরান্বিত হবে।
আসন্ন নির্বাচনে প্রার্থী নয় মার্কা দেখে ভোট দিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। সেই সাথে দেশে থাকা পরিবার আত্মীয় সজনসহ সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ জানান বক্তারা।
বিডি প্রতিদিন/হিমেল