কানাডার টরন্টো সিটির অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এদিন কানাডায় বসবাসারত ৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।
১৫ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় ড্যানফোর্থ এলাকার মিজান অডিটোরিয়াম হলে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয় নিয়ে আরেকটি বিজয় দিবস উদযাপন করার ঘোষণা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. মোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন ড. আবদুল আউয়াল। ড. আবদুল হাই সুমন ও তাজুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কানাডা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, অন্টারিও আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন, মহিউদ্দিন আহমদ বিন্দু, কানাডা উদীচি শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন, অন্টারিও আ'লীগের আবুল বাশার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন অন্টারিও আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকরামুল ইসলাম খান। সংবর্ধনা দেওয়া মুক্তিযোদ্ধারা হলেন, শরীফ আবদুস সালাম, ছৈয়দ নাজমুল হোসেন মনা, তুথীয়ুর রহমান, গৌরাঙ্গ দেব। সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন কণ্ঠশিল্পী ফারহানা শান্তা।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে আবারো কলঙ্কিত করতে স্বাধীনতা বিরোধীরা আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে। ৩০ ডিসেম্বর বাংলাদশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আবারো দেশ পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এছাড়াও নির্বাচনের পরে অন্টারিও আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী ১ জানুয়ারী বিজয় উৎসব করার ঘোষণাও দেয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল