আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের সমর্থনে প্রবাস থেকে সহায়তা দেয়ার প্রত্যয়ে বস্টনে নির্বাচনী সভা হয়েছে ২০ ডিসেম্বর। এতে দেশের উন্নয়ন ধরে রাখতেই নৌকা প্রতীকের বিজয়ের বিকল্প নেই বলে বক্তারা নানা বিশ্লেষণের পর মন্তব্য করেন। এজন্যে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হয়েছেন বলেও বক্তারা উল্লেখ করেন।
নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী বলেন, উন্নয়নের নেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকায় ঐক্যবদ্ধ।
সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ বলেন, ৩০ ডিসেম্বর নৌকার বিপুল বিজয়ের সংবাদ জানার পরই হার্ভার্ড অধ্যুষিত এই সিটিতে আমরা বিজয় সমাবেশ করবো।
এ আলোচনায় আরও অংশ নেন ড. সৈয়দ আবু হাসনাত, অধ্যাপক আহমেদ হাসান, মঞ্জুর আলম, ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, মিন্টো কামরুজ্জামান, আবু মনসুর, গোলাম মিলন, রাতুল বড়ুয়া, জিয়াউল হাসান, মোহাম্মদ মিয়াজী, ফায়যুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা