নির্বাচনী প্রচারণায় প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুয়ালালামপুর মহানগর। ২৩ ডিসেম্বর কুয়ালালামপুরের জালান ইম্বি রসনা বিলাস রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। কুয়ালালামপুর মহানগর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক কুতুবউদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
গাজীপুর মহানগর যুবদলের সদস্য ও সেরদাং শাখা যুবদলের সাবেক সভাপতি মো. নাজমুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির যুগ্ম সম্পাদক ওয়ালিউল্লাহ্ জাহিদ। সভায় বিশেষ অতিথি ছিলেন বুকিত বিন্তাং শাখা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেলিম, যুবদল মালয়েশিয়া শাখার সাংঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর ও ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার ছাত্র সংঠনের ভিপি অধ্যক্ষ ফয়জুল হক।
সভায় আরও বক্তব্য দেন মালয়েশিয়া যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাসির মোল্লা, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার যুগ্ম সম্পাদক আবু কাউছার, শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল শিকদার, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সহ-দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, সিমুনিয়া মহানগর যুবদলের সভাপতি খালিদ হাসান রিপন, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, কুয়ালালামপুর মহানগর যুবদলের সহ-সভাপতি মোবাশ্বের হোসেন, যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি, সহ-সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, জামশেদ আলম আরমান, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন মৃধা, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকারিয়া, ড: খন্দকার মোশাররফ হোসেন, ফাউন্ডেশন মালয়েশিয়ার যুগ্ম সম্পাদক আলিফ খান প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন বুকিত বিন্তাং বিএনপির সিনিয়র সহ-সভাপতি জলিল সর্দার, বিএনপি নেতা শাহজালাল মিন্টু, সিমুনিয়া মহানগর যুবদলের সহসভাপতি মো. মান্নান, গাজীপুর মহানগর ছাত্রদলের মাহাবুবুল আলম সুজনসহ বিপুল সংখ্যক নেতা কর্মী ।
বিডি প্রতিদিন/ফারজানা