চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কানাডার (সিইউএএসি) উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গত ২২ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় টরন্টোর ড্যানফোর্থ এলাকার মিজান অডিটোরিয়াম হলে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
সংগঠনের সভাপতি বাহাউদ্দিন আহমেদ বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ এফ ফখরুদ্দিন, চট্টগ্রামের প্রাণপুরুষ এম এ আজিজের সুযোগ্য সন্তান সামশুদ্দিন খালেদ সেলিম, সিইউএএসির প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া।
সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংষ্কৃতিক সম্পাদক কানিজ ফাতেমা, সহ-সভাপতি অনুপ সেন গুপ্তা, সহ-সভাপতি সভ্যসাচী চক্রবর্তী। সাংস্কৃতিক অনুষ্ঠানের দেশাত্মবোধক গান ও নাচ উপস্থিত সকলের মন কাড়ে।
এছাড়াও বিজয় দিবস পালন করতে এসে সাবেক শিক্ষার্থীরা তাদের অতীতের স্মৃতি রোমন্থন করেন। সংগঠনের সার্বিক সফলতার লক্ষ্যে নানা প্রস্তাবনা ও পরিকল্পনা তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বিডি প্রতিদিন/কালাম