বেলজিয়াম এন্টারপেন শহরে সামাজিক সংগঠন রয়েল বেঙ্গল এর ১ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সহ-সভাপতি দাউদ খান সোহেল। প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকনোমিক কাউন্সিলর এসএম মাহবুব আলম। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠন এর সাধারণ সম্পাদক তছু মিয়া।
দ্বিতীয় পর্ব মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্যারিস থেকে আগত জনপ্ৰিয় কণ্ঠ শিল্পী আরিফ রানা এবং কুমকুম রানা মন মাতানো গান পরিবেশন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সৈয়দ নিয়াজ মুর্শেদ, আনোয়ার হোসেন, পিয়াস হাসান, নয়ন রহমান, মহসিন খান প্রমুখ। শেষ পর্বে লটারির পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা