বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সৌদি আরব আগমন উপলক্ষে বিশেষ সংবর্ধনা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ কেন্দ্রীয় মহানগরীর উদ্যোগে বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়।
রিয়াদ মহানগরীর সভাপতি মাওলানা হোসাইন হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল আলমের সঞ্চালনায় সেখানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
অন্যান্যের মাঝে বক্তব্য দেন মাওলানা শাহ জাকারিয়া, দেলোয়ার হোসাইন, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা ফোরকান, হাফেজ আব্দুল বাকী আহবাবসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা মাহফুজুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিশ দাওয়াত, তালিম, তাজকিয়া এবং এজহারে দ্বীনকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৯ সালে প্রতিষ্ঠা লাভ করে।
তিনি বলেন, আজকে ব্যাপকহারে মুসলমানরা ইসলাম থেকে বিচ্যুত, ইসলামের আদর্শ থেকে তারা দূরে। খেলাফত মসলিশের নেতৃবৃন্দ এবং কর্মীদের প্রধান কর্তব্য হলো তাদেরকে ইসলামের আদর্শের দিকে, ইসলামের বিধানাবলী ব্যক্তি ও পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করার আহ্বান জানানো।
বিডি প্রতিদিন/ফারজানা